প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অষ্ট্রেলিয়ার ভিসা আরও সহজ হলো

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ণ
অষ্ট্রেলিয়ার ভিসা আরও সহজ হলো

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
এখন থেকে অস্ট্রেলিয়ার ভিসা ভারতের দিল্লির পরিবর্তে ঢাকা থেকেই দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। এতে বাংলাদেশিদের জন্য অষ্ট্রেলিয়ার ভিসা প্রাপ্তি আগের তুলনায় অনেক সহজ হয়েছে।

Manual5 Ad Code

আগে দিল্লি থেকে অষ্ট্রেলিয়া ভিসা সেকশনের কর্মকর্তারা আবেদনকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ ও তদন্ত করতেন। আবেদনকারীর পেশা সংশ্লিষ্ট সোর্সগুলোতে দিল্লি থেকে ফোন দিয়ে তদন্ত করতেন কর্মকর্তারা। এখন থেকে দিল্লির পরিবর্তে ঢাকাস্থ কর্মকর্তারা এ কাজ করবেন।

Manual4 Ad Code

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ফোনালাপ হয়। এ সময় টনি বার্ক জানান, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করা হবে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উপদেষ্টা পরিষদকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কাছে এই অনুরোধ করেছিলেন।
এর আগে, অস্ট্রেলিয়া নয়াদিল্লিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ করত।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code