প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার জিম্বাবুয়ের

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ণ
মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার জিম্বাবুয়ের

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন পণ্য আমদানির ওপর সব ধরনের শুল্ক স্থগিত করছে জিম্বাবুয়ে। দেশটির প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া বলেছেন, তিনি তার সরকারকে মার্কিন আমদানির ওপর সমস্ত শুল্ক স্থগিত করার নির্দেশ দেবেন।

শনিবার ( ৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মানাঙ্গাগওয়া লেখেন, এই পদক্ষেপের লক্ষ্য জিম্বাবুয়েতে আমেরিকান আমদানি বৃদ্ধি করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জিম্বাবুয়ের রপ্তানি প্রচার করা।

তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপ ন্যায়সঙ্গত বাণিজ্য এবং বর্ধিত দ্বিপাক্ষিক সহযোগিতার কাঠামোর প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ‘

Manual6 Ad Code

পারস্পরিক শুল্ক দেশীয় কর্মসংস্থান এবং শিল্পকে রক্ষা করার উপর জোর দিয়ে মানাঙ্গাগওয়া বলেছেন, ‘জিম্বাবুয়ে সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এবং কারও সাথেই প্রতিকূল সম্পর্ক গড়ে না তোলার নীতি বজায় রাখে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্বাবুয়েসহ কয়েক ডজন দেশ এবং অর্থনৈতিক অঞ্চল থেকে আমদানির ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে জিম্বাবুয়ে, যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ১৮ শতাংশ সারচার্জ আরোপ করা হবে।

Manual7 Ad Code

অন্যান্য দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ২০ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হবে। আর চীন ৩৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, তাইওয়ান ৩২ শতাংশ, জাপান ২৪ শতাংশ এবং ভারত ২৬ শতাংশ শুল্ক আরোপের সম্মুখীন হবে।

Manual8 Ad Code

কিছু দেশ, যেমন তুরস্ক, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, মিশর এবং সৌদি আরব, প্রতিটিতে ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code