প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরিয়ায় আইএসের অতর্কিত হামলায় মার্কিন সেনাসহ নিহত ৩

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ণ
সিরিয়ায় আইএসের অতর্কিত হামলায় মার্কিন সেনাসহ নিহত ৩

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুজন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

এই হামলায় সেনাবাহিনীর তিন সদস্য আহত হয়েছেন এবং এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয়। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, সিরিয়ার পালমিরায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ‘সবাই জেনে রাখুন, আপনি যদি বিশ্বের যেকোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালান, তাহলে আপনার জীবনের বাকি সময়টা এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে ও নির্মমভাবে হত্যা করবে।’

Manual8 Ad Code

পেন্টাগনের আরেকজন কর্মকর্তা বলেন, ‘এমন একটি এলাকায় এ হামলা হয়েছে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, সম্ভবত আইএস এ হামলা চালিয়েছে।’

Manual6 Ad Code

সম্প্রতি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়া। এই বৈশ্বিক জোটের লক্ষ্য হলো, আইএসের অবশিষ্ট অংশগুলোকে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকানো।

গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্র সফর করেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন তিনি। এই সফর দুই দেশের জন্য একটি নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেন সিরিয়ার প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code