নিউজ ডেস্ক:
পবিত্র রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব। সেই অপেক্ষায় নতুন করে গতি এলো রজব মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) চাঁদ দেখা যাওয়ায় রোববার (২১ ডিসেম্বর) থেকে রজব মাসের প্রথম দিন গণনা করা হচ্ছে।
আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ জানিয়েছে, হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস রজব ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম। এই মাসকে ঘিরেই রমজানের প্রস্তুতি শুরু হয় মুসলমানদের মধ্যে। রজবের পর শাবান মাস শেষ হলেই আসে সিয়াম সাধনার মাস রমজান। ফলে রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রমজানের আনুষ্ঠানিক ক্ষণগণনাও শুরু হয়ে গেল।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসেবে রজব ও শাবান, এ দুই মাসই যদি পূর্ণ হয়, তবে আনুমানিক ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হতে পারে। তবে রমজানসহ যেকোনো হিজরি মাসের সূচনা সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপরই নির্ভরশীল।
এদিকে আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা যায়।
চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি বিশেষ দল অংশ নেয়। দলের সদস্যরা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।
Sharing is caring!