প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় নতুন ওসির জিরো টলারেন্স ঘোষণা

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ণ
কুলাউড়ায় নতুন ওসির জিরো টলারেন্স ঘোষণা

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেছেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট এখানে কোনো ছাড় নেই। থানায় এসে কেউ হয়রানির শিকার হবে না, এটা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও সাংবাদিক সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেকোনো সময় তথ্য দিন- গোপনে, ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেজে। আমি চাই কুলাউড়া হোক মাদকমুক্ত ও অপরাধমুক্ত থানা।

Manual3 Ad Code

সভায় উপস্থিত সাংবাদিকেরা নতুন ওসিকে বস্তুনিষ্ঠ তথ্য, সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর সঞ্চালনায় সভায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code