প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের বিচার শুরুর আদেশ

editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ণ
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের বিচার শুরুর আদেশ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চাঁনখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

Manual8 Ad Code

একইসঙ্গে এই মামলায় আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলাটি বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল।

Manual2 Ad Code

ওইদিন সকালে কনস্টেবল সুজনসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন– শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। মামলার অপর চার আসামি পলাতক। তারা হলেন– সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

Manual5 Ad Code

গত ৩ জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে ১৪ জুলাই আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন গ্রেপ্তার চার আসামির পক্ষে অব্যাহতির আবেদন করা হয়। পলাতকদের পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা একই আবেদন করেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গুলিবর্ষণে ৬ জন নিহত হন। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাটি গত ২৫ মে আমলে নেয় ট্রাইব্যুনাল।

এদিকে সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার তিন আসামি, রামপুরায় কার্নিশ থেকে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির ঘটনায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারসহ দুই পুলিশ সদস্যকে এবং ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি অভিযান চালিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহিদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code