প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ সংগঠন আ. লীগ-ছাত্রলীগকে ছাড় নয়: প্রধান উপদেষ্টা

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
নিষিদ্ধ সংগঠন আ. লীগ-ছাত্রলীগকে ছাড় নয়: প্রধান উপদেষ্টা

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপার্টার:

Manual2 Ad Code

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত এই হামলা অত্যন্ত লজ্জাজনক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। এতে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Manual3 Ad Code

বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে, যা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।

 

তিনি বলেন, এনসিপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অনেককে মারধরও করা হয়েছে। এই নিন্দনীয় হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে জবাবদিহির মুখোমুখি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা হুমকি ও ভয়ভীতির মধ্যেও সাহসিকতার সঙ্গে পদযাত্রা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল। এ দেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠা পাবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code