প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় যাত্রা শুরু করলো ‘গ্রীনভিউ হাসপাতাল’

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ
কুলাউড়ায় যাত্রা শুরু করলো ‘গ্রীনভিউ হাসপাতাল’

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরস্থ উত্তরবাজারের মুমিন অ্যান্ড মোহিত প্লাজায় হাসপাতালের উদ্বোধন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী।

Manual2 Ad Code

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এখনও ভঙ্গুর পরিস্হিতি বিরাজমান। এ পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। তিনি গ্রীনভিউ হাসপাতালের যাত্রা মানব কল্যাণের নিদর্শনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোতাব্বির হোসেন তুলার সার্বিক ব্যবস্থাপনায় ও হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি রাজানুর রহিম ইফতেখার, পৌর আমির রুহুল আমিন, যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন আহমদ, লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলুর রহমান, কাজী সগীর আহমদ, প্রবাসী আব্দুল মুহিত, হাফিজুর রহমান, নাসির আহমদ, কাজী জসিম উদ্দিন, ডা. আলমগীর হোসেন সরকার, ডা. শোভন ও ইব্রাহিম খলিল প্রমুখ।

Manual4 Ad Code

হাসপাতালের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মো. ইসলাম উদ্দিন বলেন, কুলাউড়া অঞ্চলের পাঁচ লক্ষাধিক মানুষ স্বাস্থ্যসেবায় মৃত্যুর ঝুঁকি ও অর্থের অভাবে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। যেহেতু আমার বাড়ি কুলাউড়ায়। তাই আমি আমার এলাকার অবহেলিত ও অসহায় মানুষের কথা চিন্তা করে স্বল্পখরচে মানসম্পন্ন চিকিৎসাসেবা দেওয়ার জন্য এই প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code