প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে হত্যা কান্ডের মূল আসামী র‌্যাবের জালে

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে হত্যা কান্ডের মূল আসামী র‌্যাবের জালে

Manual5 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে রোমান হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা। ঘটনার প্রায় ৬ মাস পর তাকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃত লাল মিয়া (৩৫) মৌলভীবাজার জেলার সদর থানার পূর্বখলিলপুর গ্রামের এলাইশ মিয়ার পুত্র।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে জেলার সদর থানাধীন সরকার বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৮ জুলাই ২০২৪ সকালে জমি নিয়ে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোমান মিয়ার বাড়িতে আক্রমণ চালিয়ে ভাঙচুর করতে থাকে। ঘটনার এক পর্যায়ে ভিকটিম রোমান মিয়া চিৎকার চেচামেচির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে ঘটনাস্থলে হাজির হলে দুর্বৃত্তরা তাকে সুলফি দিয়া মাথায় আঘাত করে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

ঘটনায় নিহতের মা বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। ঘটনার পর থেকে লালা মিয়া পলাতক ছিলেন।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code