প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ৫৪ বছর পরে মিললো শহীদ বাচ্চু সহ ৪ শহীদের সমাধি

editor
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ণ
সিলেটে ৫৪ বছর পরে মিললো শহীদ বাচ্চু সহ ৪ শহীদের সমাধি

Manual4 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
৫৪ বছর পরে মিললো ৪ শহীদের সমাধি (ইনসেটে শহীদ আসাদুজ্জামান বাচ্চু) ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন ৩০ লাখ বাঙালি। যাদের অনেকেরই মরদেহ কিংবা সমাধিস্থল এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।

৭১ সালে শহীদ হওয়া এরকম ৪ জনের সমাধির সন্ধান মিলেছে সিলেটে। তার মধ্যে একজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আসকর আলীর পুত্র শহীদ আসাদুজ্জামান বাচ্চু।

Manual4 Ad Code

১৯৭১ সালের মে মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থান নেয় পাক বাহিনী। তারা ফেঞ্চুগঞ্জে তাদের নির্মমতা চালাতে থাকে। উপজেলার ইসলামপুর গ্রামে তৎকালীন আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সমন্বয়ক ছিলেন আসকর আলী। পাক বাহিনী আসকর আলীর খোজ করতে থাকে। আসকর আলীকে না পেয়ে রাগে ক্ষোভে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় এক ব্যক্তি শহীদ আসাদুজ্জামান বাচ্চুকে চিনিয়ে দেয় যে তিনি আসকর আলীর পুত্র! পাক হানাদার বাহিনী তখন বাচ্চুকে ধরে নিয়ে যায়।

Manual5 Ad Code

এরপর আর তার খোঁজ মিলেনি। স্থানীয়রা ধারনা করছিলেন ফেঞ্চুগঞ্জে হানাদার বাহিনীর জল্লাদখানা খ্যাত কাইয়ার গুদামে বাচ্চুকে হত্যা করে কুশিয়ারা নদী ভাসিয়ে দেওয়া হয়েছে। এমনটা জানিয়ে ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।

Manual2 Ad Code

ঘটনার ৫৪ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অব.) আব্দুস সালাম বীরপ্রতীক ও মুক্তিযুদ্ধের গবেষক সাংবাদিক অপূর্ব শর্মার দীর্ঘ অনুসন্ধানে সন্ধান মিলেছে শহীদ বাচ্চুর সমাধির! সিলেটের সালুটিকরস্থ ক্যাডেট কলেজ সংলগ্ন শহীদ স্মৃতি উদ্যানে সন্ধান মিলে ফেঞ্চুগঞ্জের শহীদ আসাদুজ্জামান বাচ্চুসহ আরও ৪ শহীদের সমাধির!

মুক্তিযুদ্ধের গবেষক সাংবাদিক অপূর্ব শর্মা জানান, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাক বাহিনীর জল্লাদখানা কাইয়ার গুদাম নিয়ে অনুসন্ধান ও স্মৃতি রক্ষার কাজ চলছিলো । আসাদুজ্জামান বাচ্চুকে পাকহানাদার বাহিনী ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে আলাপ করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, আসাদুজ্জামান বাচ্চুকে ধরে নিয়ে যাবার পর তারা জানতে পারেন তাকে সিলেটের সালুটিকরে নিয়ে যাওয়া হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে খোঁজ চালাতে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবদুস সালাম বীরপ্রতীকের সঙ্গে আলাপ করেন তারা।

বীরপ্রতীক অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম ও অপুর্ব শর্মার অনুসন্ধানে সালুটিকর (বর্তমান ক্যাডেট কলেজ) শহীদ স্মৃতি উদ্যানে খোঁজ মিলে ফেঞ্চুগঞ্জের আসাদুজ্জামান বাচ্চুর সমাধির!

Manual2 Ad Code

গত শনিবার সমাধিতে নামফলক স্থাপন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, লন্ডনভিত্তিক টিভি চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ জেপি, প্রখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী এবং শহীদ আসাদুজ্জামান বাচ্চুর ছোট ভাই মানিকুজ্জামান মিরন সহ অন্যান্যরা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code