সংবাদ বিজ্ঞপ্তি:
একটি জাতীয় দৈনিকে ‘পুলিশের উপর হামলার অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে, আহত ২’ শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও সেক্রেটারী কাজী মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে জানানো হয়, প্রকাশিত প্রতিবেদনে ভূল তথ্য থাকার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা জানান, বিয়ানীবাজার থানার উপ পরিদর্শক (এস.আই) সৌরভ সাহা একটি নিয়মিত মামলার আসামীর খোঁজে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও দু’বারের সাবেক সফল চেয়ারম্যান, সম্মানীয় ব্যক্তি আবুল খায়ের-এর গ্রামের বাড়ি ঘুঙ্গাদিয়ায় যান। তিনি সাদা পোষাকে সেখানে উপস্থিত হয়ে আবুল খায়েরের অনুপস্থিতিতে তার গাড়ি চালকের সাথে দূর্বব্যবহার করেন। খবর পেয়ে পৌরশহর থেকে নিজ বাড়িতে পৌঁছান আবুল খায়ের। তখন এসআই সৌরভ ও আবুল খায়েরের মধ্যে কথাবার্তার একপর্যায়ে সামান্য ভূল বঝিাবুঝির সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনতা এস.আইয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে ঘরের ভিতর নিরাপদে নিয়ে রাখেন আবুল খায়ের। বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবগত করলে তিনি সঙ্গীয় অন্যান্য অফিসারসহ ঘটনাস্থলে যান এবং সম্মানজনক নিষ্পত্তি করে দেন।
তারা প্রতিবাদলিপিতে বলেন, সংবাদটি সাজানো ও পরিকল্পিত। ভূল তথ্য প্রকাশের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্টের দোসসরা গুজব ছড়িয়েছে। তারা সংবাদের সংশোধনী প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
Sharing is caring!