সংবাদ বিজ্ঞপ্তি:
জুলাই অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান কেবল কোনো একক দলের আন্দোলন ছিল না, এটি ছিল গোটা জাতির ঐক্য ও স্বপ্নের প্রকাশ। আজও সেই স্পিরিটকে বুকে ধারণ করে আমরা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কলেজ সভাপতি ফাতেহুল ইসলাম প্রমুখ।
Sharing is caring!