সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুর দখল মুক্ত করতে সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার এ স্মারকলিপি প্রদান করা হয়।
এতে নতুন সকল লিজ বাতিল, অবৈধ দখল মুক্ত করা, মাস্টার প্ল্যান করে পুকুরের চারপাশে ওয়াক-ওয়েসহ দৃষ্টিনন্দন হিসেবে পুকুরকে ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করার দাবী জানানো হয়৷
একই দাবীতে শনিবার দুপুরে স্হানীয় গণ-অধিকার ফোরামের আয়োজনে বিয়ানীবাজার পৌরশহরের প্রধান রাস্তায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর মৌজার এই পুকুরটির পূর্বদিকে মেইন রোড সংলগ্ন পুকুর পাড়ে বেশ কয়েকটি দোকান কোটা নির্মাণ করা হয়। শুরুতে একসনা বন্দোবস্তের ভিত্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের নাম করে এসব দোকান কোটা নির্মাণ করেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো.রেজা-উন-নবী বলেন, বিয়ানীবাজারে এই পুকুর নিয়ে আমি জেনেছি সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখতে বলা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ কোনো ভাবেই রাষ্ট্রের দখলের বাহিরে যাওয়ার সুযোগ নাই।
Sharing is caring!