প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Manual1 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজার উপজেলার ১২টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানের ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং সিলেট জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বুধবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ছিল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এসইডিপি (SEDP) স্কিমের আওতায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউটস কর্মসূচির অংশ।

২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি/আলিম/দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল— কৃতিদের উৎসাহিতকরণ ও সচেতনতা সৃষ্টি,শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করা এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকতা শুধু একটি চাকরি নয়, বরং এটি একটি পবিত্র সামাজিক দায়িত্ব। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়েই গড়ে ওঠে সুদক্ষ মানবসম্পদ।”

সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—শিক্ষাবিদ ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার লোকমান হেকিম ও সাংবাদিক আহমেদ ফয়সাল।

প্রধান শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, মাদ্রাসা প্রতিনিধিত্ব করেন বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুব আহমদ এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন দুবাগ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবু রায়হান।

Manual1 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার ও অনুষ্ঠান কো-অর্ডিনেটর আরিফুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-অভিভাবক, কৃতি শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code