প্রেস বিজ্ঞপ্তি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও বীরমুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ বুধবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলার সড়কের বাজার উচ্চ বিদ্যালয়স্থ হারিছ চৌধুরী অডিটোরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিকাল ৩টায় এ শোকসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারিছ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃৃন্দ উপস্থিত থাকবেন। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন হারিছ চৌধুরী ফাউন্ডেশনের ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পণ নগরের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব মো. ফারুক আহমদ।
Sharing is caring!