সংবাদ বিজ্ঞপ্তি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার অন্তর্গত ১নং ও ২নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শাখা সভাপতি মিছির আলির সভাপতিত্বে শ্রীধরা বন্দর বাড়ি এলাকায় এক অস্থায়ী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা সভাপতি শায়খ আতিকুর রাহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা মুজিবুর রাহমান, সহসভাপতি ইমাদ উদ্দিন এমাদ (সার্ভেয়ার),অর্থ বিষয়ক সম্পাদক হাজী জিয়া উদ্দিন, মাওলানা এনাম উদ্দিন, ব্যবসায়ী হাবিবুর রাহমান, শিব্বির আহমদ ও আশুক আহমদ।
এসময় বিপুলসংখ্যক নেতাকর্মিদের উপস্থিতিতে হাফিজ মিছির আলিকে সভাপতি ও শ্রমিক নেতা শরিফ উদ্দিনকে সেক্রেটারী, সালেহ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে জমিয়তে উলামায়ে ইসলাম এবং যুব জমিয়তের আহবায়ক হিসেবে কবির আহমদ ও সদস্য সচিব হিসেবে আব্দুল হামিদের নাম ঘোষণা করেন পৌর জমিয়ত সভাপতি মাওলানা মুজিবুর রাহমান।
Sharing is caring!