সংবাদ বিজ্ঞপ্তি:
পল্লী বিদ্যুৎ সমিতি বিয়ানীবাজার জোনাল অফিসের আওতায় থাকা পুরো এলাকায় শনিবার সকাল-সন্ধ্যা বিদ্যুৎ থাকবেনা বলে জানানো হয়েছে।
বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) প্রকৌশলী মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, ইনডোর উপকেন্দ্রের বিয়ানীবাজার ৩৩ কেভি ফিডারে রাইটঅবওয়ে কাজের জন্য বিয়ানী-২ (সুপাতলা) ও বিয়ানী-৪ (থানাবাজার) উপকেন্দ্র সহএর আওতায় সকল ১১কেভি লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি মাইকযোগে প্রচার করা হয়েছে।
Sharing is caring!