সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৬৫ ইবি গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন লেঃ রুম্মান বিন মাঈন।
বিয়ানীবাজার উপজেলাধীন মাথিউরা ইউনিয়নের দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এতিম শিশু এবং গ্রামের কিছু সংখ্যক দরিদ্র মানুষের মাখে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মোঃ শফিকুর রহমান, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ আমিনুল ইসলাম, হাফিজ জুনায়েদ আহমদ, এনামুল হাসান লুদী প্রমুখ।
গত কয়েকদিন থেকে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এতদঞ্চলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান।
Sharing is caring!