সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরশহরের দি লাইটহাউস একাডেমিতে প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্টান প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি সমাজে একজন উপযুক্ত মানুষ হয়ে শিক্ষার্থীদের দেশের উন্নয়নে কাজ করতে হবে।লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করা উচিত । তারা বলেন, প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তির পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আলা উদ্দিন খান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ সরকার, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ । সম্মানীত অতিথির বক্তব্য রাখেন মেধা বৃত্তির প্রবর্তক প্রফেসর আব্দুল মালিক।
বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও মেধা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন দুবাগ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল ইসলাম, দি লাইটহাউস একাডেমির প্রতিষ্টাতা অধ্যক্ষ রোটারিয়ান সালেহ আহমদ, সমাজসেবক আলাল উদ্দিন, শিক্ষক সোলেমান আহমদ প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
Sharing is caring!