সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট ৬ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম জুলাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবী বাস্তবায়নের জন্য জনতার মাঝে লিফলেট বিতরণ করেন ।
শুক্রবার বিকাল ৫ঘটিকায় চারখাই ইউনিয়নের দিঘির পার বাজারে তিনি লিফলেট বিতরণে বাজার প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হন তিনি এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
এসময় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজাসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!