প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকায় বাসা খুঁজছেন তারেক রহমান

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ণ
ঢাকায় বাসা খুঁজছেন তারেক রহমান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
সম্প্রতি সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

এম এ মালেক বলেন, ঢাকা শহরে তো তারেক রহমানে বাড়ি নেই। উঠতে হলে তো বাসা ভাড়া নিতে হবে। তারেক রহমান অচিরেই দেশে আসবেন। আমি এই মুহূ্র্তে ডেটটা বলতে পারছি না। কারণ এখানে দলের একটা পলিসি থাকবে। তারেক রহমানের নিজস্ব একটা মতামতও থাকবে। আমি তো জোর করতে পারব না। আমরা অনুরোধ করতে পারি বাংলাদেশের মানুষ বলতেছে আপনি কবে যাবেন। উনি যখন ডেট দেবে, তখন আমি আপনাদের জানাব।

Manual3 Ad Code

এ সময় তিনি বলেন, তারেক রহমানের জন্য তার বাবা ঢাকা শহরে একটি বাড়িও রেখে যাননি। জিয়াউর রহমানের ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে শেখ হাসিনাও মশকরা করেছিল। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়িতেই ছিলেন। কিন্তু সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। সেখানে এপার্টমেন্ট করে বেদখল করা হলো।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সেই দিনও বলেছেন যে, তিনি প্রতিশোধের রাজনীতি করেন না। সেসময় তিনি বলেছিলেন, তিনি জেলে গেলেও যেন শান্তিপূর্ণ আন্দোলন করা হয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু দেশের বাহিরে হাসিনাক আমরা ১১ দিন অবরোধ করে রেখছিলাম।

প্রসঙ্গত, ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান।

Manual5 Ad Code

এরপর লন্ডনে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তারেক রহমান।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code