প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জিরো পয়েন্ট ঘিরে ছাত্র-জনতা, সতর্ক অবস্থানে পুলিশ

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ণ
জিরো পয়েন্ট ঘিরে ছাত্র-জনতা, সতর্ক অবস্থানে পুলিশ

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Manual6 Ad Code

আজ রবিবার দুপুর ৩টা পর থেকে উভয় সমাবেশ শুরু হওয়ার কথা। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ করতে গতকাল মধ্য রাত থেকেই সেখানে সমবেত হয়েছেন ছাত্র-জনতা। আজ সকাল থেকেও হাজারও ছাত্র-জনতা সেখানে সমবেত হচ্ছেন। জিরো পয়েন্ট ঘিরে তারা নানা স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।

সরেজমিনে দেখা যায়, বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি দেখা গেছে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন, আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।

Manual3 Ad Code

এর আগে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে ১০ নভেম্বর বিকালে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code