প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ভোট ও নিরপেক্ষতায় ঘাটতি দেখছেন এনসিপি

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ
তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ভোট ও নিরপেক্ষতায় ঘাটতি দেখছেন এনসিপি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সরকারের সদিচ্ছা থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষতার আঙ্গিকে ভোটের আয়োজনে ঘাটতি রয়েছে বলে মনে করছেন তিনি।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনী তফসিল ঘোষণার পর এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন একটা অধ্যায় শুরু হবে। তবে সরকার, ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও স্বচ্ছতা কাটিয়ে উঠতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, নির্বাচন আচরণবিধিতে যা বলা হয়েছে, আমরা সেগুলো মেনে চলতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি। অন্যদল না মানলে সেখানে বৈষম্যের সৃষ্টি হবে।

এসময় অনলাইনে নারী প্রার্থীদের হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এ ব্যাপারে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দিলেও, তার উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখনও চোখে পড়েনি।

Manual8 Ad Code

অনেকে এই সরকার নির্বাচন করবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, সেই সন্দেহ এবার দুর হলো বলে মনে করেন পাটওয়ারী। ভোটের মতোই গণভোট নিয়ে যে সন্দিহান আবহ, সেটিও কাটিয়ে উঠবে সরকার বলে মনে করেন এনসিপির এ নেতা।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code