প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ণ
হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট থেকে চব্বিশের বিপ্লবের অংশীদারদের বিতর্কিত করে হত্যাযোগ্য করার চেষ্টা চলছে এবং শরিফ হাদির ওপর হামলাও সেই ধারাবাহিকতার অংশ।

Manual6 Ad Code

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এনসিপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস।

Manual6 Ad Code

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের নেতৃত্ব সরিয়ে দিলেই বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব বলে মনে করে কোনো শক্তি, তবে তারা ব্যর্থ হবে।’ তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে পরিকল্পিতভাবে লেখক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে দেশের গণতান্ত্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, ৫৪ বছর পরও মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি এবং দেশ বারবার দাসত্ব ও ফ্যাসিবাদের মুখোমুখি হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করা এবং সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করা এনসিপির মূল লক্ষ্য।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code