প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ণ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

Manual6 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া (২০) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Manual3 Ad Code

আজ বুধবার বেলা ১১টায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসীন উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual2 Ad Code

কোর্ট পুলিশ পরিদর্শক মো: কাইউম খান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual7 Ad Code

এর আগে, গত ২৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আশিক মিয়ার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code