প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লেবাননে দরজা খুলছে ওয়ার্কপারমিট ভিসার

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ণ
লেবাননে দরজা খুলছে ওয়ার্কপারমিট ভিসার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক থাকায় এত দিন কর্মী পাঠানো বন্ধ ছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার লেবাননে যেতে পারবেন আগ্রহী বাংলাদেশি কর্মীরা।

Manual2 Ad Code

বুধবার (৫ মার্চ) লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় স্থগিতাদেশ প্রত্যাহার করে।

Manual4 Ad Code

দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো— প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে; ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে গত বছর বাংলাদেশ থেকে দেশটিতে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে লেবাননে গমনেচ্ছু কর্মীদের দেশটিতে না যাওয়ার বিষয়েও সরকার সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে লেবাননে বাংলাদেশি কর্মীদের না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে গত সাত মাস লেবাননে কর্মী যাওয়া বন্ধ ছিল।

Manual4 Ad Code

তবে সম্প্রতি বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, লেবাননে এখন যুদ্ধ পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশ থেকে সে দেশে কর্মী পাঠানো যেতে পারে। বৈরুতে এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code