প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিদেশি ওমরাহযাত্রীদের প্রস্থানের সময়সীমা জানাল সৌদি

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ণ
বিদেশি ওমরাহযাত্রীদের প্রস্থানের সময়সীমা জানাল সৌদি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:
সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয় হজ এবং ওমরার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে সব নিয়ম-কানুন এবং নির্দেশনা মেনে চলার ওপর জোর দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি হজ ও ওমরা পালনকারীদের অতিরিক্ত সময়ের জন্য সৌদি আরবে অবস্থান নিশ্চিত করার পরেও যথাযথ কর্তৃপক্ষকে প্রতিবেদন না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হবে।

Manual5 Ad Code

এই জরিমানা ১ লাখ সৌদি রিয়াল (২৬ হাজার ৬০০ ডলার) পর্যন্ত হতে পারে এবং অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তির সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে।

সৌদি আরবের হাজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, উমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল এবং ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ সময় আগামী ২৯ এপ্রিল।

Manual6 Ad Code

মন্ত্রণালয় সতর্ক করেছে যে, যারা এই সময়ের পর সৌদি আরবে অবস্থান করবেন, নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করা হবে। হজ মৌসুমের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সৌদি।
সৌদি চাঁদের দেখার তথ্য অনুযায়ী, এ বছর হজ শুরু হবে ৬ জুন সন্ধ্যায় এবং শেষ হবে ১১ জুন সন্ধ্যায়।
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জন্য জীবনে একবার পালন করা ফরজ।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code