প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ণ
দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন

Manual6 Ad Code

ডিজিটাল ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আকাশচুম্বী ভবন ‘মারিনা পিনাকল’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ছুটে গিয়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual1 Ad Code

ভবনটির ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও)। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে এক্স-এ দেওয়া একটি পোস্টে ডিএমও জানায়, বিশেষায়িত দলগুলো ৬৭ তলা ভবনের সব বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নিয়েছে এবং পুরো সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code

রাত ২টা ৯ মিনিটে আরেকটি পোস্টে ডিএমও জানায়, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দিচ্ছেন। পরবর্তী পোস্টে (রাত ২টা ২১ মিনিটে) ডিএমও নিশ্চিত করে, বিশেষ ইউনিটের সহায়তায় মারিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্ট থেকে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কারও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।

এর আগেও মারিনা পিনাকল ভবনে আগুন লেগেছিল। খালিজ টাইমস-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মে মাসে ভবনের ৪৭ তম তলায় একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত, পরে ৪৮ তম তলায় ছড়িয়ে পড়ে। তবে সেবারও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনে দুবাই সিভিল ডিফেন্স।

Manual8 Ad Code

ডিএমও জানিয়েছে, বাসিন্দাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ ভবনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবে বলেও জানিয়েছে তারা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code