প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইতা‌লি গমনেচ্ছুদের জন্য বড় দুঃসংবাদ

editor
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ণ
ইতা‌লি গমনেচ্ছুদের জন্য বড় দুঃসংবাদ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইতা‌লি গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। বাংলাদেশের নাগরিকদের দেওয়া সব ধরনের ‘নুলা ওস্তা’র (কাজের অনুমোদন) বৈধতা যথাযথ যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জা‌নিয়েছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস।

Manual7 Ad Code

ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে, অনেক বেশি পরিমাণে ভুয়া ও জাল কাগজপত্র জমা হওয়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্ম ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেওয়া হবে। আগামী ২০ অক্টোবর থে‌কে আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হ‌বে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাস প্রত্যেক আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে একটি এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে তিনি কখন পাসপোর্ট ফেরত নিতে পারবেন। কর্ম ভিসা অ্যাপয়েন্টমেন্টপ্রত্যাশী যাদের কর্ম অনুমোদনের নিশ্চিতকরণ সম্পন্ন হবে তাদেরকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে। অতএব, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট (যেসব অ্যাপয়ন্টমেন্ট ইতোমধ্যে শিডিউল করা হয়েছে সেসব সহ) বর্তমানে আর প্রয়োজন নেই।

ইতালি দূতাবাস জানায়, work.appoinment@visglobal.com ই-মেইল আইডি চালু থাকবে। নতুন করে ইস্যুকৃত কর্ম অনুমোদন-এর ধারকদের বিস্তারিত তথ্য এই ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পরবর্তীতে ক্রমান্বয়ে যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হবে। আবেদনকারী, নিয়োগকর্তা এবং আইনজীবীদের তাদের কর্ম অনুমোদন-এর যাচাইকরণের জন্য দূতাবাসে এবং ভিএফএস গ্লোবালে ই-মেইল না পাঠানোর জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। কারণ, যাচাইকরণের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ইতালিতে সম্পন্ন হয়। কর্ম অনুমোদন-এর ধারকরা প্রয়োজনে তারা ইতালিতে সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে তাদের কর্ম অনুমোদন-এর যাচাইকরণ সম্পর্কে আপডেট পেতে যোগাযোগ করতে পারেন।

Manual2 Ad Code

ইতালির প্রভিনন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো-এস ইউ আই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কর্ম অনুমোদনের মেয়াদ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual6 Ad Code

উল্লেখ্য, অন্যান্য যেমন ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code