প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইতালীর দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সুখবর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ণ
ইতালীর দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সুখবর

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
বাংলাদেশি কর্মীদের দীর্ঘস্থায়ী ভিসা আবেদনের দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

Manual3 Ad Code

সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে উভয় পক্ষই অভিবাসন প্রক্রিয়া সহজতর করার ওপর গুরুত্ব দেন। বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী শোষণ রোধে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন তারা। উপমন্ত্রী ত্রিপোদি ইতালিতে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরার অর্থনৈতিক ও সামাজিক অবদানের প্রশংসা করেন।

বৈঠকে ১৯৭২ সাল থেকে দুই দেশের উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন ইতালীয় উপমন্ত্রী। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালির দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের জন্য চলমান সংস্কার উদ্যোগগুলোর প্রশংসা করেন।

Manual4 Ad Code

বাংলাদেশের টেক্সটাইল, প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে উভয় পক্ষই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। উপমন্ত্রী ত্রিপোদি এই খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

Manual4 Ad Code

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও ইতালীয় বিনিয়োগ আহ্বান করেন, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। তিনি জানান, বাংলাদেশের বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত সহায়তা ও প্রক্রিয়া সহজ করার মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে। কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইতালীয় উপমন্ত্রী। একইসঙ্গে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, টেকসই প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।

Manual6 Ad Code

উল্লেখ্য, ইতালীয় উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। এটি অন্তর্বর্তী সরকারের গঠনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রথম উচ্চপর্যায়ের সফর। গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিভাগের মহাপরিচালক আবুল হাসান মৃদ্ধা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code