প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ, আছে চমক

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ণ
ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ, আছে চমক

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আজ দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপপর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এর মধ্যে দুটি ম্যাচই তাদের পরিত্যক্ত হয়েছে।

Manual1 Ad Code

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতের জন্য এখন পরিচিত হয়েছে। তবে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে প্রথমই খেলবে আজ। এ দিক থেকে কিছুটা এগিয়ে ভারত। প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজলউড না থাকায় পেস বোলিংয়ে কিছুটা দুর্বলতা রয়েছে অস্ট্রেলিয়ার। বোলিং কিছুটা দুর্বল হলেও ব্যাটিং যথেষ্ট শক্তিশালী তারা। হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই ভারতের।

তবে ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারত সেমিফাইনালে কোনো পরিবর্তন আনবে না। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সে একাদশই খেলাবে তারা। স্পিন শক্তি বাড়িয়ে নামবে এ ম্যাচেও। চার স্পিনারের সঙ্গে দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে থাকতে পারেন—রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল ও কিউইদের বিপক্ষে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।

ভারতের ওপেনিং জুটি পরিবর্তনের প্রশ্ন নেই—ইনিংস শুরু করতে পারেন রোহিত শর্মা ও শুবমান গিল। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত। তাঁর পর ব্যাটিং অর্ডারের চার নম্বরে জায়গা পাকা শ্রেয়াস আইয়ারেরও। কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা মতো ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে আসতে পারেন অক্ষর প্যাটেল। ছয় নম্বরে থাকবেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। এই ম্যাচেও ঋষভ পন্তের খেলার সম্ভাবনা নেই। তারপর হার্দিক পান্ডিয়া ও জাদেজা।

অস্ট্রেলিয়ার একাদশে এমনিতেই থাকছে একটি পরিবর্তন। তবে সেটি চমকই হতে পারে। ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার কুপার কোনোলিকে সরাসরি একাদশে দেখা যেতে পারে আজ। অ্যাডাম জাম্পার সঙ্গে ঘূর্ণি জাদু দেখাতে প্রস্তুত কোনোলিও। দুবাইয়ের উইকেট থেকে সহায়তা পেতে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেনেরাও পার্ট টাইম স্পিনে কাবু করতে পারেন ভারতীয় ব্যাটারদের। ক্রিকইনফো অবশ্য অস্ট্রেলিয়া পেস বোলিং আক্রমণে তিন পেসারই রেখেছে—বেন ডারশুইস, নাথান এলিস ও স্পেনসার জনসনকে।

Manual5 Ad Code

ট্রেভিস হেডের সঙ্গে অস্ট্রেলিয়ার ওপেন করতে পারেন জস ইংলিস। তিন নম্বরে অধিনায়ক স্টিভেন স্মিথের নামা নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন মার্নাস লাবুশেন। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া খেলাতে পারে ব্যাটিং অলরাউন্ডার কুপার কোনোলিকে। ছয় নম্বরে অ্যালেক্স ক্যারি, সাত নম্বরে অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলের খেলাও এক রকম নিশ্চিত।

Manual4 Ad Code

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথম একাদশ: ট্রাভিস হেড, জস ইংলিস (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, কুপার কোনোলি, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, স্পেনসার জনসন ও অ্যাডাম জ়াম্পা।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code