প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে অবসর নেবেন সাকিব!

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ণ
বাংলাদেশে অবসর নেবেন সাকিব!

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে সাকিব আল হাসানের। বাংলাদেশি অলরাউন্ডারকে এমনই সুসংবাদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের বিদায় প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফারুক বলেছেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।’

Manual1 Ad Code

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষে দীর্ঘতম সংস্করণ থেকে বিদায় নেওয়ার ঘোষণা কানপুর টেস্ট শুরুর আগের দিন দেন সাকিব।

সাকিবের নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকার দেখবে বলেও জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারব না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট।

Manual7 Ad Code

আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারব।’

Manual8 Ad Code

এর আগে সাকিবকে সবুজ সংকেত দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পাক।’

বাংলাদেশে ফিরলে সাকিবকে পুরো নিরাপত্তা দেওয়ার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।

কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code