প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খেলোয়াড়দের স্ত্রী নিয়ে বোর্ডের নীতিকে এক হাত নিলেন কোহলি

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ণ
খেলোয়াড়দের স্ত্রী নিয়ে বোর্ডের নীতিকে এক হাত নিলেন কোহলি

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দলের সফরগুলোতে পরিবারের উপস্থিতির পক্ষে কথা বলেছেন। তার মতে, কঠিন সময় পার করার সময় পরিবারের সান্নিধ্য খেলোয়াড়দের জন্য ভারসাম্য ও স্বাভাবিকতা বজায় রাখতে সহায়তা করে।

Manual8 Ad Code

সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নতুন নির্দেশনা দিয়েছে, যেখানে দীর্ঘ সফরে ৪৫ দিনের পর প্রথম দুই সপ্তাহ বাদ দিয়ে পরবর্তী ১৪ দিনের জন্য খেলোয়াড়দের পরিবার তাদের সঙ্গে থাকতে পারবে। আর ছোট সফরগুলোতে এক সপ্তাহ পর্যন্ত পরিবারের সদস্যরা থাকতে পারবেন।

Manual7 Ad Code

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলতে গিয়ে কোহলি বলেন, ‘বাইরের কঠিন পরিস্থিতি সামলে পরিবারে ফিরে আসার অনুভূতি বোঝানো সত্যিই কঠিন। এটি খেলোয়াড়দের মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘মানুষ আসলে উপলব্ধি করতে পারে না পরিবারের উপস্থিতির আসল মূল্য। যখন বলা হয় পরিবারকে দূরে রাখা দরকার, তখন এটা হতাশাজনক লাগে। যারা বাস্তবিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা রাখে না, তাদের এভাবে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে নিয়ে আসাটা ঠিক নয়।’

Manual5 Ad Code

খারাপ পারফরম্যান্সের পর কোনো খেলোয়াড়ই একা বসে দুঃখ করতে চায় না বলেও মন্তব্য করেন কোহলি।

‘আমি চাই স্বাভাবিক জীবনযাপন করতে। দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। এতে করে জীবনের ভারসাম্য বজায় থাকে এবং দায়িত্ববোধ ঠিক থাকে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘জীবনের বিভিন্ন সময়ে ভিন্ন পরিস্থিতি আসতে পারে। কিন্তু পরিবার পাশে থাকলে সেটা স্বাভাবিকভাবে গ্রহণ করা যায়। তাই আমি যখনই সুযোগ পাই, পরিবারের সঙ্গে সময় কাটাতে কখনোই দ্বিধা করি না।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code