প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নতুন চোটে আবার পুরনো দুঃখ ফিরল নেইমারের

editor
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
নতুন চোটে আবার পুরনো দুঃখ ফিরল নেইমারের

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বর্তমানে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই পোস্টারবয়কে ক্যারিয়ারের পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে চোটের বিরুদ্ধে। বরাবরই তিনি লড়াইয়ে জয়ী হয়েই ফিরে এসেছেন, এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। তবে তারা ফেরাটা বেশি সুখকর হয়নি। মার্চে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাহিরে ছিটকে সেলেসাও তারকা।

যার জন্য খেলা হয়নি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ। সেই চোট কাটিয়ে ফের মাঠে ফিরিছিলেন সাবেক পিএসজি, বার্সেলোনা ও আল হিলাল তারকা। তবে মাঠে মাত্র ৩৪ মিনিট টিকতে পেরেছিলেন তিনি, ফের পুরোনও চোটে মাঠ ছেড়েছেন তিনি। অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষে খেলতে নেমে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।

Manual6 Ad Code

এর আগে মার্চে জাতীয় দলের ম্যাচসহ ক্লাবের ম্যাচ মিস করার পরও এবারই প্রথম একাদশে নেমেছিলেন তিনি। তবে সেই পুরোন চোটে ফের মাঠের বাহিরে চলে যেতে হচ্ছে এই তারকাকে। তবে ক্লাবের পক্ষে থেকে এখনও অনুষ্টানিক বিবৃতি আসেনি নেইমারের চোট নিয়ে।

Manual2 Ad Code

ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, যে উরুর চোটের কারণে তিনি বাইরে ছিলেন, সেখানেই আবার সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। চোটের ধরন বা কতটা গুরুতর, তা কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে।

Manual2 Ad Code

চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে ক্লাব বদলালেও ভাগ্য বদলায়নি। চোট যেন এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। তবে সান্তোস ক্লাব নেইমারের পাশে রয়েছে। ক্লাবটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়েছে, ‘প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code