প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

editor
প্রকাশিত মে ৫, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে উড়্ন্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজবাহিনী।

Manual6 Ad Code

বোলাররাই করে দিয়েছেন অর্ধেক কাজ। নিউজিল্যান্ডকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়েছেন খালেদ আহমেদ, তানভীর ইসলাম, এবাদত হোসেন ও শরিফুল ইসলামরা। জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অংকের দৃঢ় ব্যাটিংয়ে ৭ উইকেট আর ১৩৬ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

সফরকারীদের ১০০ রানের আগেই অলআউট করার সুযোগ ছিল বাংলাদেশের। কেননা ৮৫ রানেই কিউইদের ৯ উইকেটের পতন ঘটান বোলাররা। কিন্তু নিউজিল্যান্ডের ১০ উইকেটের জুটিতে ভুগে লাল-সুবজের প্রতিনিধিরা। শেষ উইকেটের জুটিতে ৬২ রান তুলে দলীয় সংগ্রহ ১৪৭ এ নিয়ে যায় কিউইরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের দলীয় ৫ রানে ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শরিফুল। এরপর ৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। অর্থাৎ দলীয় ১৩ রানে নেই ৪ উইকেট।

আউট হওয়া চার টপঅর্ডারের (ফিলিপস, ম্যাথিউ বয়লি, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি) কেউই রানের খাতা খুলতে পারেননি। শুরুর দিকে একপ্রান্ত ধরে খেলেন ওপেনার রায়েস মারিউ।

৮৫ রানে ৯ উইকেটের পতনের পর নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন আটে নামা ডিন ফক্সক্রফট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৭২ রানের বীরত্বপূর্ণ এক ইনিংস খেলেন। ৩৫তম ওভারে এবাদত হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ হলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।

১৪৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মারকুটে শুরু করেন পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ২৪ রান করে আউট হন এই বাঁহাতি।

আরেক ওপেনার মোহাম্মদ নাইম ১৮ বলে ২০ রান করেন। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি করেন বিজয় ও অংকন। ৪৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন বিজয়। অংকন দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি, যা ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর।

Manual8 Ad Code

অংকনকে দারুণ সহায়তা করেন নুরুল হাসান সোহান। ২৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। ফলে জয় পেতে কোনোই বেগ পেতে হয়নি বাংলাদেশকে।

Manual4 Ad Code

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন স্পিনার তানভীর আহমেদ ও পেসার খালেদ আহমেদ। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট পান ক্রিশ্চিয়ান ক্লার্ক।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code