প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব

editor
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ণ
ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল আবুধাবি টি১০-এ। গেল বছরের ৩০ নভেম্বর সেই ম্যাচে বাংলা টাইগার্সের হয়ে ব্যাটে কোনো রান করতে পারেননি, উইকেটও শিকার করতে পারেননি সাকিব আল হাসান। মাঝে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে অনেক ঝড় বয়ে গেছে। ছয় মাস পর আজ ফের ম্যাচে ফিরছেন সাকিব।

Manual7 Ad Code

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে নামবেন তিনি। গতকালই দুবাই থেকে লাহোর পৌঁছেছেন তিনি। সাকিবের মতো আজ মুস্তাফিজও ফিরছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। আইপিএলে গুজরাটের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের।

Manual7 Ad Code

গতকাল শারজাহতে বাংলাদেশ-আমিরাত ম্যাচের পরপরই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা মুস্তাফিজের। বাংলাদেশ সময় রাত ৮টায় দিল্লির ম্যাচ নিজেদের মাঠে। সেখানে স্কোয়াডে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। কেননা এই ম্যাচের জন্য বাংলাদেশি পেসারকে নিতে বিসিবির কাছে আবেদন করেছিল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। বিসিবি শুরুতে সিরিজ শেষে দুই ম্যাচের জন্য ছাড়তে চেয়েছিল মুস্তাফিজকে। দিল্লি চেয়েছিল, গ্রুপ পর্বে তাদের বাকি তিন ম্যাচের জন্য বাংলাদেশি পেসারকে খেলাতে। প্লে-অফে উঠতে হলে তাদের সামনে এ তিনটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। দিল্লির হয়ে এর আগেও দুটি মৌসুম খেলেছিলেন মুস্তাফিজ।

Manual6 Ad Code

অন্যদিকে সাকিবের কাছে লাহোর এবারই প্রথম। এর আগে পিএসএলে পেশোয়ার জালমি আর করাচি কিংসের হয়ে খেলেছিলেন তিনি। আজকের ম্যাচটি লাহোরের জন্য বাঁচা-মরার লড়াই। পেশোয়ারের কাছে হেরে গেলে বিদায় নিতে হবে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে ড্যারেল মিচেলের জায়গায় নেওয়া হয়েছে সাকিবকে। এ ছাড়া বেশ কিছু পরিবর্তন এসেছে লাহোর কালান্দার্সে। রিশাদ হোসেন দলটির হয়ে বেশ কিছু ম্যাচ খেলে পারফর্ম করেছিলেন। দলের বিদেশি কোটায় স্যাম বিলিংস আর ডেভিস ভিসাও নেই। তাদের জায়গায় শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে এসেছেন লাহোরে।

সাকিবকে পেয়ে আশা দেখছে লাহোর। দলটির ফেসবুক পেজে সাকিবের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি, আগামীকালের (আজকের) ম্যাচটি ভালো হবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, সেটির জন্য অপেক্ষা করছি।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code