ক্রীড়া প্রতিবেদক:
তৃতীয় দিন সকালে দ্রুতই অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর দলের বাজে বোলিংয়ের সুযোগ নিয়ে শ্রীলংকা রান তুলছে বাংলাদেশের চেয়ে ভালো গতিতে। ১০০ রান তুলে ফেলেছে ২৭ ওভারেই, উইকেট খুইয়েছে মোটে একটা। ফলে প্রতিপক্ষকে আর চেপে ধরতে পারেনি সফরকারীরা।
দ্বিতীয় দিন বিকেলের সেশনটা নিরঙ্কুশভাবে শ্রীলংকারই ছিল। এরপর তৃতীয় দিন সকালের সেশনটাও নিজেদের পকেটে পুরলো দলটা। তাতে বাংলাদেশও ধীরে ধীরে চাপটা টের পাচ্ছে বৈকি!
Sharing is caring!