প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আবার বাংলাদেশ ফুটবলের হাল ধরবেন ক্রুইফ?

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৫:১৭ অপরাহ্ণ
আবার বাংলাদেশ ফুটবলের হাল ধরবেন ক্রুইফ?

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আবার লোডভিক ডি ক্রুইফের যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার তিনি আসতে পারেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে। ১০ বছর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন লোডভিক ডি ক্রুইফ।

Manual1 Ad Code

২০২৫ সালে এসে আবারও বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ত হওয়া নিয়ে ৫৫ বছর বয়সি ডাচ কোচ ডি ক্রুইফের নাম আলোচনায় এসেছে। সঙ্গে আসতে পারেন সেই সময় তার সহকারী হিসাবে থাকা একই দেশের কোচ রেনে কোস্টারও।

এ মাসেই বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাইফুল বারী টিটুর মেয়াদ শেষ হচ্ছে। জানা গেছে, টিটুর মেয়াদ বাড়াবে না বাফুফে। এই পদে ডাচ কোচ ক্রুইফের নাম বেশ উচ্চারিত হচ্ছে। আর রেনে কোস্টার এলিট একাডেমির দায়িত্ব পেতে পারেন।

৫৫ বছর বয়সি ডি ক্রুইফ এ নিয়ে মিডিয়াকে বলেন, ‘আমি আলোচনা (বাফুফের সঙ্গে) সম্পর্কে অবগত, এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শুভেচ্ছা।’

Manual4 Ad Code

অন্যদিকে রেনে কোস্টার বলেন, ‘নিউজ যেহেতু হয়েছে সেক্ষেত্রে চুক্তি হতেও পারে। তবে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। বাংলাদেশে বয়সভিত্তিক দল নিয়ে আগে কাজ করে সাফল্যের কথা মনে আছে।’

২০১৫ সালে সিলেট একাডেমির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল এই রেনে কোস্টারকে। তবে তাকে নিয়োগ দিলেও কোনো কাজ দেয়নি বাফুফে। পাওনা অর্থও তাকে দেননি সিলেট ফুটবল একাডেমি নিয়ে প্রতারণার আশ্রয় নেওয়া সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বকেয়া বেতন নিয়ে রেনে কোস্টার ফিফার দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে বড় অঙ্কের জরিমানাও দিতে হয়েছিল কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফেকে। রেনে কোস্টারের সময় বয়সভিত্তিক দল কিছুটা সাফল্য পেয়েছিল।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code