প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অভিমানে টেস্টের নেতৃত্ব ছাড়তে চান শান্ত!

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ণ
অভিমানে টেস্টের নেতৃত্ব ছাড়তে চান শান্ত!

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
তিন ফরম্যাটের নেতৃত্বে লম্বা সময় চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পাননি। ফর্ম খারাপ বলে নিজেই ছেড়ে দেন টি-টোয়েন্টির নেতৃত্ব। ওয়ানডে থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি মানতে পারছেন না টেস্ট অধিনায়ক শান্ত। অভিমানে তাই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টাইগার কাপ্তানের ঘনিষ্ট এক সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। গণমাধ্যমটি জানিয়েছে, শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্ট শেষেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন শান্ত। অথবা বোর্ডের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপ।

Manual6 Ad Code

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র শনিবার ক্রিকবাজকে জানায়, সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ়। সূত্র বলছে, ‘আমার মনে হয় না শ্রীলংকায় টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে, তাতে ও খুব একটা খুশি নয়—এটাই আমার ধারণা।’

মূলত ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোনোরকম আলোচনা ছাড়াই সরিয়ে দেওয়ায় কষ্ট পেয়েছেন শান্ত। শ্রীলংকা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলনেও দলের পরিকল্পনা শুনিয়েছিলেন। পরে জানতে পারেন, তিনি এখন শুধুই ওয়ানডে নেতৃত্ব দেবেন। ওই ঘটনার পর শান্ত নিজে কিছু বলেননি, তবে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে অভিনন্দন জানিয়েছেন।

Manual5 Ad Code

ক্রিকবাজ বলেছে, শান্ত একসময় সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদই টেস্ট ও ওয়ানডে দলে দায়িত্ব চালিয়ে যেতে বলেন। ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর স্বার্থে টি-টোয়েন্টি ছাড়তে বলেন। তবে গত ১২ জুন শান্তকে না জানিয়েই এক জরুরি জুম বৈঠকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

Manual6 Ad Code

এই সিদ্ধান্তের সময়ে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দল নিয়ে আলোচনা করার কথা ছিল শান্তর। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের ফোনকলের পর শান্ত আর সিমন্সের সঙ্গে বৈঠক করেননি। এর আগে শান্তকে তিন ফরম্যাটের নেতৃত্বই দিয়েছিল বোর্ড। তখন বোর্ড সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। ফারুক আহমেদ বোর্ডের নেতৃত্বে আসার পর শান্ত টি-টোয়েন্টি ছাড়েন। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর ওয়ানডে থেকেও সরিয়ে দেওয়া হয়। এবার হয়ত টেস্টের দায়িত্বও ছাড়তে যাচ্ছেন শান্ত!

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code