প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ণ
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
গল টেস্টে স্বাগতিকদের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ। বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করে খেললেও জয়ের দেখা পায়নি নাজমুল হোসেন শান্তর দল। অমিমাংসিতভাবে শেষ হয় টেস্টটি।
এবার জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

Manual5 Ad Code

শ্রীলঙ্কার ঐতিহাসিক ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ এর আগে তিনটি ম্যাচ খেলেছিল- ২০০১, ২০০২ এবং ২০০৭ সালে। ১৮ বছর পর বাংলাদেশ আবার এই ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে। কলম্বোর এসএসসিতেই মোহাম্মদ আশরাফুল টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে করেছিলেন সেঞ্চুরি। এখনও অক্ষত সেই রেকর্ড। আরও দুই ম্যাচ খেলে সবখানেই রান পেয়েছিলেন সাবেক অধিনায়ক। আশরাফুলের জন্য মাঠটা পয়মন্ত হলেও বাংলাদেশের জন্য উল্টো। যে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিতে ইনিংস ব্যবধানে হেরেছে। এমনিতেও শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ টেস্টে মাত্র একটি জয় বাংলাদেশের। ড্র আছে ৬টি। গল টেস্টে ভালো পারফরম্যান্সের পর কলম্বোতে জয়ের খোঁজে বাংলাদেশ দল।

Manual5 Ad Code

এদিকে বাংলাদেশ দলের শক্তি বাড়ছে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তিতে। গলে জ্বরের কারণে খেলতে পারেননি তিনি। ম্যাচের আগের দিনের অনুশীলনে খুব ফুরফুরেই ছিলেন মিরাজ। তার একাদশে ফেরা নিয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধি হিসেবে আসা প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ‘মিরাজ যে কাল খেলবে, সেটা দেখে আপনি নিশ্চিত। সে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে।’

শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও মিরাজকে নিয়ে সতর্ক, ‘মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলেছে। দেশের হয়ে সে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।’

Manual8 Ad Code

শ্রীলঙ্কার এই ভেন্যুতে এখন পর্যন্ত যে ৪৫ টেস্ট হয়েছে, তাতে স্পিনারদের দাপটই বেশি। প্রথম ১০ বোলারের মধ্যে সাতজনই স্পিনার। বর্তমানে খেলা বোলারদের মধ্যে একমাত্র কেশব মহারাজই আছেন সেরা দশে। বাংলাদেশ একাদশে তিন স্পিনার- নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে নামবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। তবে গল টেস্টে দুর্দান্ত পারফর্ম করা নাঈমকে একাদশে না রাখাটা কঠিন হবে বলেই ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ‘উইকেট যেমনই হোক, প্রথমে সেটির সঙ্গে মানিয়ে নিতে হবে। নাঈম গলে ভালো করেছে। তবে দলগত ভারসাম্য বিবেচনায় আমরা যেটা সেরা মনে করবো, সেটাই করবো।’

গলের ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন দুনিথ ভেল্লালাগে। ২২ বছরের স্পিন বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত কেবল একটি টেস্টই খেলেছেন। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৯ রান করলেও কোনও উইকেট পাননি তিনি। ৩৩ বছর বয়সী পেসার বিশ্ব মাঠে নেমেছেন ২৭ টেস্টে। ৩২.০৭ গড়ে তার শিকার ৭৯ উইকেট। এছাড়া পেশিতে চোট পেয়েছেন মিলান রত্নায়েকে। তার জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।

Manual5 Ad Code

কলম্বোয় ম্যাচ যত গড়াবে, স্পিনারদের গুরুত্ব তত বাড়বে। আর সেখানেই মিরাজ হয়ে উঠতে পারেন বাংলাদেশ দলের ট্রামকার্ড। তবে তার আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের গুরুত্ব অপরিসীম। যে দলটি প্রথম ইনিংসে ভালো করতে পারবে, তারা অনেকখানিই এগিয়ে যাবে!

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code