প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চার বছর পর মেসিকে বকেয়া ৮৫ কোটি টাকা পরিশোধ করছে বার্সেলোনা

editor
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ণ
চার বছর পর মেসিকে বকেয়া ৮৫ কোটি টাকা পরিশোধ করছে বার্সেলোনা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চার বছর আগে ক্লাব ছাড়ার সময় লিওনেল মেসির চোখের জল অনেক ফুটবল ভক্তকে কাঁদিয়েছিল। ২০২১ সালে দুই দশকের সম্পর্কের অবসান ঘটিয়ে বার্সেলোনা ছাড়েন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তবে শুধু আবেগ নয়, ক্লাবটির কাছে ছিল তার বিপুল পরিমাণ পারিশ্রমিক বকেয়া।

Manual5 Ad Code

শেষ পর্যন্ত সেই পাওনা পরিশোধ করতে চলেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ট’ জানিয়েছে, চলতি মাসের মধ্যেই মেসিকে তার বকেয়া অর্থ পরিশোধ করবে ক্লাবটি। ২০২০ সালে মেসির সঙ্গে করা শেষ চুক্তি অনুযায়ী, মোট ৪৮ মিলিয়ন ইউরো ইনস্টলমেন্ট আকারে দেওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু আর্থিক সংকটে পড়ে চূড়ান্ত কিস্তির ৫.৯৬ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ৮৫ কোটি ৩৯ লাখ টাকা, এতদিন পরিশোধ করতে পারেনি তারা।

করোনাভাইরাস মহামারির সময় থেকেই আর্থিক বিপর্যয়ে পড়েছিল বার্সেলোনা। সেই সময় ক্লাবের অনেক খেলোয়াড় ও কোচের বেতনও সময়মতো দেওয়া হয়নি। বকেয়া পড়েছিল স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেতস, ফিলিপে কুতিনহো, উসমান দেম্বেলের মতো ফুটবলারদের এবং কোচ রোনাল্ড কোমানের পারিশ্রমিক। সেই সময় ক্লাবের সভাপতি ছিলেন জোসেপ মারিয়া বার্তোমেউ, যিনি মেসির বার্সা-ত্যাগের অন্যতম কারণ হিসেবে সমালোচিত হয়েছিলেন।

Manual8 Ad Code

২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। তবে ফরাসি ক্লাবের পরিবেশে খুব বেশি দিন টিকতে পারেননি। ২০২৩ সালে সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে পাড়ি জমান তিনি। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন। এরই মধ্যে তিনি জিতেছেন ২০২৩ লিগস কাপ এবং ২০২৪ সাপোর্টার্স শিল্ড।

বর্তমানে ইন্টার মায়ামি হয়ে উঠেছে বার্সেলোনার এক ধরনের পুনর্মিলন কেন্দ্র। মেসির পাশাপাশি তার সাবেক সতীর্থ বুসকেতস ও জর্দি আলবাও খেলছেন সেখানে। অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও, বকেয়া অর্থ পরিশোধের মাধ্যমে বার্সেলোনা মেসির প্রতি তাদের পুরোনো দায় মেটাচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code