প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো

Manual5 Ad Code

ফুজেল আহমদ,কানাডা বিশেষ সংবাদদাতা:
কানাডার বাংলা টাউনের ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিত বাৎসরিক বাংলা পাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্ট।

এই সামারের সবচাইতে বড় আয়োজন টরেন্টো বাংলা পাড়া ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল আজ ডেন্টোনিয়া পার্ক সকার ফিল্ডে। দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নর্থ আমেরিকার মোট ১২ টি দল চার গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

Manual6 Ad Code

বাংলা টাউনের সবচাইতে বিগ ফ্যানবেইজ নিয়ে গঠিত বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরেন্টো ক্লাব প্রথম ম্যাচেই মুখোমুখি হয় টরেন্টো বাংলা পাড়া ফুটবল একাদশের বিপক্ষে।
“কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান” এই বাক্যটির যথার্থ প্রয়োগ ছিল প্রথম ম্যাচে। অবশেষে পেনাল্টি শুট আউটের মাধ্যমে বিজয়ী দল হিসাবে নিজেদের ডিফেন্স এর গভীরতার জানান দেয় সাদ্দাম ইকবালের সাথে প্রতিরোধ প্রান্তের শেষ যোদ্ধা সারোয়ার ।
পরের ম্যাচে আমেরিকার বাফেলো বাংলা এফসি কে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ সাদ্দাম বাহিনী।

Manual5 Ad Code

সেমিফাইনালে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয় টরেন্টের সবচেয়ে নান্দনিক টীম স্বাধীন এফসি।

Manual8 Ad Code

সেমিফাইনালে একতরফা আক্রমণ চালিয়েও বাসপার্ক কৌশলের স্বাধীন এফসির বিপক্ষে বিয়ানীবাজার টিম গোল বের করতে পারেনি ।অবশেষে পেনাল্টি শুট আউট এ আবারও বিজয়ী হয়েছে সাদ্দাম -সারোয়ারের বিয়ানীবাজার ।
ফাইনালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে আসা জুরী এফসি টরেন্টোর শক্তিশালী টিম সোলজার্সকে ব্যারাকে ফিরিয়ে দিয়ে ফাইনালে উঠে আসে। কিন্তু একতরফা ফাইনালে জুরীর বিপক্ষে ৩-০ গোলের আধিপত্যময় জয় তুলে নিয়ে বাংলা টাউনের চ্যাম্পিয়নশিপের টাইটেল ধরে রাখল সাদ্দাম বাহিনী।

Manual4 Ad Code

টুর্নামেন্টের বেস্ট ডিফেন্ডার হিসেবে নির্বাচিত করা হয় ইকবালকে ।বেস্ট প্লেয়ার শাকিল এবং টপ স্কোরার হন সাদিক।
বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের হয়ে চ্যাম্পিয়নশিপ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন সাদ্দাম, ইকবাল, মোরশেদ, জাহেদ, সাদিক, শিপলু, শাকিল, আবু রাফিউল এবং গোলকিপার হিসেবে ছিলেন সারোয়ার।

বিয়ানীবাজার টিমের ম্যানেজার সাইদুর রহমান সায়েম এবং কোঅর্ডিনেটর নিশাত তাদের দলের এই পারফরমেন্সের জন্য প্লেয়ারস ও পুরো কোচিং স্টাফ এবং ফ্যান ফলোয়ারদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিচালক আরাফাত বকসি সুমন এই অর্জনকে টরেন্টোতে বিয়ানীবাজার বাসীদের এক বিজয় হিসাবে অবহিত করেন।

টরেন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আর আজিজ এবং এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডঃ নুরুল্লাহ তরুণ ;ব্যারিস্টার আরিফ; মহসিন ভূঁইয়া সহ সকল। স্পনসরদের প্রতিও কৃতজ্ঞতা জানান বিয়ানীবাজার টিম ম্যানেজমেন্ট।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code