প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া যায়, কেন বললেন লিটন

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ
রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া যায়, কেন বললেন লিটন

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual1 Ad Code

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে কার্যকর ভূমিকায় শামীম হোসেন পাটোয়ারী। বিশেষ করে ফিনিশিং রোলে এই মুহূর্তে তিনিই সেরা, যা শ্রীলঙ্কা সফরেও দেখিয়েছেন। যদিও সবশেষ সিরিজে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব সামলেছেন তিনি। অনেকে অবশ্য শামীমকে ওপরে খেলানোর বিষয়েই খুশি।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

পাকিস্তান সিরিজের আগের দিন অধিনায়ক লিটন দাস ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, ‘আমার মনে হয় এটা নির্ভর করবে গেম সিচুয়েশনের ওপর। আমরা জানি শামীমের ক্যাপাবেলিটি কেমন, সে কী করতে পারে। এটার সেরাটা মনে হয় আমরাই বিচার করতে পারবো তাকে কোন সময় ব্যাটিং দিলে ভালো হয়।’

জাকের আলী অনিক বা মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়েও ধোঁয়াশা রয়েছে। লিটন বলেন, ‘করলে তো অনেক কিছু করা যায়। রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া যায়। পাঠালে তো অনেকজনকেই (পাঠানো যায়)… নির্দিষ্ট যে জায়গার খেলোয়াড়, ওখানে খেলাই ভালো।’

 

পরে পাওয়ারপ্লেতে ওপেনারদের দ্রুত রান তোলার বিষয়ে লিটন জানান, ‘একটা ওপেনারকে তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তানজিদ তামিম না, আমার মনে হয় বাংলাদেশে যারাই ওপেনার আছেন, পারভেজ হোসেন ইমনও কিছু দিন ধরে ওপেন করছে, দুই-একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইউএইর সাথে একশও করেছে। তো এটা বড় অর্জন। প্রত্যেক ব্যাটারের দায়িত্ব হচ্ছে ইনিংস বড় করা এবং কার্যকরী ইনিংস খেলা।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code