কিংস অ্যারেনায় এবারের সাফ অনুর্ধ্ব- ২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরুর পর থেকেই যেন অদম্য এক যাত্রায় আছে লাল-সবুজের মেয়েরা। লিগ পদ্ধতিতে আয়োজিত এবারের টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত ছন্দ আর একপেশে আধিপত্য নিয়েই শীর্ষে বাংলাদেশ। সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া নেপাল একমাত্র হেরেছে বাংলাদেশের বিপক্ষেই। আফঈদাদের বিপক্ষে এক মাত্র হার ছাড়া পুরো গোটা আসরেই উড়ছে তারা।




