খেলা ডেস্ক:
৫ জুলাই বাবা হন নেইমার। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় তাঁর কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে মেল। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান মেল, এ নিয়ে চতুর্থবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মেলের জন্ম নেওয়ার খবর ইনস্টাগ্রামে ব্রুনা নিজেই নিশ্চিত করেছিলেন। তখন সান্তোস থেকে ছুটি নিয়ে মা–মেয়ের পাশেই ছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তাঁর জন্য বিশেষ উপহার পাঠিয়েছে সাবেক ক্লাব পিএসজি। সামাজিক যোগাযোগামধ্যমে উপহারের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।
নেইমারের সেই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার এবং তাঁর চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও (১০) আছে। পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’
Sharing is caring!