মিরপুরে দ্বিতীয় টি–টোয়েন্টি টসে জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। ওপেনার তানজিদের বদলে একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম। পেসার তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম।
পাকিস্তান দলে একটি পরিবর্তন। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন পেসার আহমেদ দানিয়াল। পাকিস্তানের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলবেন দানিয়াল।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
Sharing is caring!