প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আরো ১১ জন ফুটবলার ডাকলেন হ্যাভিয়ের

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০৩:০৮ অপরাহ্ণ
আরো ১১ জন ফুটবলার ডাকলেন হ্যাভিয়ের

Manual2 Ad Code

 

ক্রীড়া ডেস্ক:

Manual4 Ad Code

বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে ২ নভেম্বর দেশে ফিরেছে। বসুন্ধরা কিংস থেকে ১১ জন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামীকাল বিকেলে বাংলাদেশের টিম হোটেলে ১১ ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে।

 

Manual2 Ad Code

বসুন্ধরা কিংস ভুটানে লেবানিজ ক্লাবের বিপক্ষে হেরেছিল ডিফেন্ডার সাদ উদ্দিনের আত্নঘাতী গোলে। আন্তর্জাতিক পর্যায়ে তার এমন ভুল নতুন কিছু নয়। সাম্প্রতিক এত বড় ভুলের পরও আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

নভেম্বরে হোমে মালদ্বীপের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উপলক্ষ্যে বাংলাদেশের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম দফায় ১৬ জন ফুটবলার ডেকেছিলেন। ১ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছেন হ্যাভিয়ের। সেই স্কোয়াডে দুই জন গোলরক্ষক ছিলেন। আজ প্রকাশিত আরো ১১ জন ফুটবলারের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক জিকো ও শ্রাবণ। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হলে একজন গোলরক্ষক বাদ পড়বেন।

Manual4 Ad Code

 

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া এবার স্কোয়াডে নেই। পারিবারিক কারণে তিনি এবার ফিফা উইন্ডোতে খেলছেন না। তার ঘনিষ্ঠ সূ্ত্রের খবর, শীঘ্রই তিনি বাবা হতে যাচ্ছেন।

Manual1 Ad Code

আজ বাংলাদেশ জাতীয় দল একটি অনুশীলন ম্যাচ খেলেছে কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির বিপক্ষে। অনুশীলন ম্যাচ নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মন্তব্য, ‘আমরা দুই দিন অনুশীলনের একটি ম্যাচ খেললাম। মালদ্বীপ ম্যাচের আগে এটি প্রয়োজন ছিল। আমরা হাই প্রেসিং খেলার চেষ্টা করেছি। যে উদ্দেশ্যে ম্যাচটি খেলেছি। সেটি পূরণ হয়েছে।’

 

জাতীয় দলে ডাক পাওয়া কিংসের ১১ ফুটবলার হলেন- আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code