প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেসিকে কোন ম্যাচে পাওয়া যাবে না, জানালেন মাচেরানো

editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ণ
মেসিকে কোন ম্যাচে পাওয়া যাবে না, জানালেন মাচেরানো

Manual3 Ad Code

খেলা ডেস্ক :
লিওনেল মেসি চোটে পড়েছেন, এ খবর পুরোনো। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সেটা নিয়েই এখন সবার আগ্রহ। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো এই আগ্রহ মেটাতে পারেননি। মেসি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু জানাতে পারেননি মাচেরানো। তবে লিগস কাপে পুমাস ইউএনএমের বিপক্ষে ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না, তা জানিয়েছেন মায়ামি কোচ।

Manual5 Ad Code

বাংলাদেশ সময় গত রোববার সকালে লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। তাঁর আঘাত পরীক্ষা-নিরীক্ষার পর মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, ‘মাংসপেশিতে ছোটখাটো চোট’ পেয়েছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে তখন কিছুই জানাতে পারেনি মায়ামি।

মায়ামি বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মেক্সিকান ক্লাব পুমাসের মুখোমুখি হবে। এই ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে মেসির চোট নিয়ে মাচেরানো বলেছেন, ‘তার (মেসি) সঙ্গে কথা হয়েছে। ক্লাব সবকিছু পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। খারাপ খবরের ভেতরে ভালো খবর হলো, আঘাতটা ছোটখাটো।’

মাচেরানো এরপর বলেছেন, ‘ফেরার বিষয়ে আমরা অনুমান করতে পছন্দ করি না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। চোট থেকে সাধারণত সে খুব ভালোভাবে ও দ্রুত সেরে ওঠে। দেখা যাক, কী হয়। তবে এটা সত্য নিশ্চিত যে আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে তাকে পাওয়া যাবে না। এরপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দেখব, সে কেমন বোধ করছে, কতটা উন্নতি করছে। সেরে ওঠার পর আমাদের সঙ্গে যোগ দেবে।’

Manual4 Ad Code

পুমাসের মুখোমুখি হওয়ার পর আগামী সোমবার মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এমএলএসে এ মৌসুমে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি। ন্যাশভিল এফসির স্যাম সারিজের সঙ্গে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতার জায়গাটি যৌথভাবে ভাগ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code