প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উইন্ডিজ সিরিজ খেলতে দেশ ছাড়লেন দিপু-অঙ্কন

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০৩:৫০ অপরাহ্ণ
উইন্ডিজ সিরিজ খেলতে দেশ ছাড়লেন দিপু-অঙ্কন

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। এর আগে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। ১১ জনের এই বহরে ছিলেন নবনিযুক্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

Manual4 Ad Code

 

টেস্ট দলের সদস্যরা প্রথমে দুবাইতে পৌঁছান, এরপর ওয়ানডে দলে থাকা বাকি ক্রিকেটাররা যোগ দেন টেস্ট দলের সঙ্গে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় শেষ মুহুর্তে টেস্ট দলে ডাক পান শাহাদাত হোসেন দিপু। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে আজ বুধবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন দিপু। এই তরুণ ব্যাটারের সঙ্গে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

Manual8 Ad Code

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের দলেও নেই সাকিব আল হাসান। এ ছাড়া চোটের কারণেই আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম।

 

অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

Manual2 Ad Code

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code