প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পেরুর বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ণ
পেরুর বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আগামী ২০ নভেম্বর ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই ২০২৪ সালের ইতি টানবে বিশ্বকাপজয়ীরা। এমন ম্যাচটি তাই জয় দিয়েই রাঙাতে চায় আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা স্কোয়াডে। ম্যাচের আগে চোটে পড়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার।

Manual1 Ad Code

প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে ২-১ গোলের হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাজ। দুই ফুটবলারকে এ ম্যাচে পাওয়া যাবে না। চোটের কারণে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো।

Manual6 Ad Code

‘সেভেনআপ’-এ জার্মানির রেকর্ড

তাদের জায়গায় বিকল্প হিসেবে অবশ্য এরইমধ্যে একজনকে ডেকেছেন স্কালোনি। ডান ঊরুর মাংসপেশির চোটে ছিটকে যাওয়া মোলিনার জায়গায় জিউলিয়ানো সিমিওনেকে দলে নিয়েছে আর্জেন্টিনা।

Manual1 Ad Code

তবে মোলিনা অনুপস্থিতিতে পেরু ম্যাচে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে। তবে এ ম্যাচে শুরু থেকেই দেখা যেতে পারে তাকে। অন্যদিকে রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকোও কাঁধে হালকা চোট পেয়েছিলেন।

Manual6 Ad Code

আর্জেন্টিনার জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে বাংলাদেশ

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ও উরুগুয়ের অবস্থান দুই ও তিন নম্বরে। ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান চার নম্বরে। এই অঞ্চল থেকে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code